রবিবার, ১৯ Jun ২০২২, ০৭:৫৬ পূর্বাহ্ন
সাথীভাই নিউজ ডেস্ক: ইয়েমেনের হাদরামাউত উপত্যকা পৃথিবীর একটি বিখ্যাত জায়গা।আহলে বাইতদের আধিক্য,ইলম চর্চা, দ্বীনদারি, প্রাকৃতিক সৌন্দর্য আর মানবীয় সৌন্দর্যের জন্য বিখ্যাত।মুফতী নজরুল ইসলাম কাসেমী দা বা এর কাছে একবার হাদরামাউত সফরের কারগুজারি শুনেছিলাম।ধরে নেওয়া হয় জনসংখ্যার ঘনত্ব অনুসারে জমিনের বুকে সবচেয়ে বেশি আহলে বাইত এখানে থাকেন।আলহামদুলিললাহ আলমি শুরার মাতাহাতে হয়ে গেল ইয়েমেনের হাদরামাউত এজতেমা।এজতেমা থেকে নগদ ৪৯টি জামাত আললাহর রাস্তায় বের হয়।এর মধ্যে বিদেশে একটি জামাত, পাকিস্তানে ৩ টি জামাত,দেশের ভিতরে ৪০ দিনের ১৫টি জামাত আর মুখতালিফ ওয়াক্তের জন্য ৩০ টি জামাত বের হয়।মজমার উপস্থিতি ১২০০ ।গত এপ্রিল মাসে আলমি শুরার মাতাহাতে ইয়েমেন এজতেমা হয়।
পৃথিবীর মধ্যে ইয়েমেন আলারা সবার আগে নিজামউদ্দিন এর ফেতনা ধরতে পারে।নিজামউদ্দিন মারকাজে ঈমান বিধ্বংসী কথাবার্তা হওয়ার কারণে আজ থেকে সাত আট বছর আগেই ইয়েমেন থেকে সমস্ত জামাত নিজামউদ্দিন যাওয়া বন্ধ করে দেওয়া হয়।অধম মাস কয়েক আগে দ্বীনি সফরে দেশের বাইরে গেলে সেখানকার আলমি শুরার মারকাজে অবস্থান করি।অধম আলমি শুরার দশটি বিদেশী জামাত সেই মারকাজে পাই।
মারকাজের দায়িত্বশীলদের কাছে জানতে পারি এই বছর সেই মারকাজে ইয়েমেনের পাচটি জামাত ওয়াক্ত লাগানোর জন্য এসেছিলো।
Leave a Reply