বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৩৩ পূর্বাহ্ন
সাথীভাই নিউজ ডেস্ক: জরুরি এলান:- ৩০ আগষ্ট শুক্রবার থেকে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত দুই সপ্তাহ কাকরাইল মার্কাজ মসজিদে উলামায়ে কেরামের মাতাহাতে সব আমল বন্ধ থাকিবে।
তাই উলামায়ে কেরামের মাতাহাতের সব দেশি,বিদেশি এবং মাস্তুরাত জামায়াতের সকল নজম এবং কাকরাইল মসজিদের পরিবর্তে
৩০ আগষ্ট শুক্রবার থেকে আগামী ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ,২০১৯ পর্যন্ত যাত্রাবাড়ী শবগুজারিতে (মদীনা জামে মসজিদে) হবে ইনশাআল্লাহ।
কারণ,আগামী দুই সপ্তাহ কাকরাইল মার্কাজ সাদপন্থি (এতায়েতীদের) অধীনে থাকবে।(সরকারি ফায়সালা মোতাবেক)
👉বিঃদ্রঃ এই সিদ্ধান্ত আগামী দুই সপ্তাহের জন্য প্রযোজ্য। ১৩ সেপ্টেম্বর শুক্রবার ,২০১৯ থেকে পুনরায় কাকরাইল মার্কাজ মসজিদে উলামায়ে কেরামের মাতাহাতে সব আমল চলবে ইনশাআল্লাহ।
👉নোটঃ যাত্রাবাড়ীর (ঢাকা) শবগুজারির মসজিদ এর অবস্থান — “বাংলাদেশের যেকোনো জায়গা থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা নেমে উত্তর-পশ্চিম দিকে ১/২ মিনিট হাটলেই কলাপট্টি রোডে (উত্তর যাত্রাবাড়ী) “মদিনা জামে মসজিদ”/ “যাত্রাবাড়ী শবগুজারি মসজিদ” অবস্থিত।
হে আল্লাহ আপনি হক্বের কালিমাকে বুলুন্দ করে দিন,বাতিলকে হেদায়েত দিন নতুবা ফেরাউন, নমরুদের মত ধ্বংস করে দিন।
উম্মতের সকলের হেদায়েতের জন্য দোয়া করি।সবাই নিজ নিজ মসজিদওয়ার পাঁচ কাজ করতে থাকি।উলামায়ে কেরামের পরামর্শে দ্বীনী সকল কাজ করার চেষ্টা করি।আল্লাহপাক আমাদের সকল ফেৎনা থেকে ইসলামকে হেফাজত করুন।।আমিন।
(সবাই শেয়ার করে সকলকে জানিয়ে দিই)
Leave a Reply