রবিবার, ১৯ Jun ২০২২, ০৭:৫৬ পূর্বাহ্ন
এনামুল হাসান (রহ) বয়ান সংক্রান্ত ১০টি হেদায়েত প্রদান করেছেন:
১। ছয় নম্বরের বাহিরে কোন কথা না বলা। ছয় নম্বরের ভিতরে কথা সীমাবদ্ধ রাখা।
২। সাদামাটা ভাষায় সহজ কথা বলা যেন উপস্থিত সকলে বুঝতে পারে।
৩। তাহকিক ছাড়া কোন কথা না বলা।
৪। দীনের উপর চলার লাভ খুব বেশি বয়ান করা এবং সুসংবাদ শোনানো। আজাব বা ধমকির কথা না শোনানো।
৫। বয়ানে কোরআন ও হাদিসের কথা বলা, খুব বেশি হলে ইসলামের ইতিহাসও বলা যেতে পারে।
৬। বয়ানে শোনা কথা না বলা, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা না করা।
৭। কোন ব্যক্তি বা দলের সমালোচনা না করা।
৮। একরাম ও এখলাসের অনুশীলন হতে হবে। নসীহতকারী বা উপদেশদাতা হিসাবে কথা না বলা।
৯। দাওয়াতের মেহনত বোঝাতে হবে, নিজের ব্যক্তিত্ব ফোটানো যাবে না।
১০। আম্বিয়ায়ে কেরাম বা সাহাবীদের প্রতি আল্লাহ পাক যে সাহায্য করেছেন তা বয়ান করা; নিজের প্রতি আল্লাহর সাহায্যের বয়ান না করা।
(সাওয়ানেহে মাওলানা এনামুল হাসান রহঃ ১/৩০১)
এছাড়া হযরতজি লম্বা বয়ান ও সাহিত্যপূর্ণ বয়ান করতে নিষেধ করতেন। আল্লাহ পাক আমাদের আমল করার তওফিক দান করুক।
Leave a Reply