রবিবার, ১৯ Jun ২০২২, ০৭:৫৬ পূর্বাহ্ন
আলহামদুলিল্লাহ, শুরায়ী নেজামের মাথা হাতে ইউকে এবং ইউরোপ ইজতেমা (২৬-২৮ জুলাই ২০১৯)মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব (দাঃবাঃ) এর দুয়ার মাধ্যমে শেষ হোল। ১২১ জামাত আল্লাহর রাস্তায় খুরুজ হয়।
রবিবার ২৮ জুলাই, বিকেল তিনটার দিকে মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব দাঃবাঃ এর দুআর মাধ্যমে ইজতেমা শেষ হয়। দুয়ার আগে কয়েকটি বিবাহ সম্পন্ন হয়।
সারা ইউরোপ থেকে আসা ভাইরা ৩ দিন আমালে মশগুল ছিলেন। ময়দান মজমা দারা ভরপুর ছিলো। সারা পৃথিবী থেকে, নিউ জিল্যান্ড, সুদূর পূর্ব, আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং সব ধরনের রঙের মানুষেরএক মিলনমেলায় পরিণত হয়েছিল যুক্তরাজ্যের ব্ল্যাকবার্নের সমভূমিতে।
আলহামদুলিল্লাহ, ইজতেমার সমস্ত আমল কাকরাইল, রায়বেন্ড, নেরুল মারকাজের মুরুব্বিদের সাথে মাশোয়ারা করে ফায়সালা হয়। এবং আল্লাহর মেহেরবানীতে শুরায়ীনেজামের মুরুব্বিদের মাথাহাতে সমস্ত আমল শেষ হয়
🎙শেখ মুফতি রাফি উসমানীর সংক্ষিপ্ত আলোচনা দিয়ে শুরু ইজতেমা শুরু হয়।
ইউনাইটেড কিংডম উমূমি ইজতেমায় কারা কারা বয়ান করেছেন, আসুন দেখে নেই।
শুক্রবার: ২৬ জুলাই ২০১৯
◾ বাদ ফজর বায়ান: শেখ মাওলানা খুরশিদ সাহেব (রায়বেন্ড মারকাজ)
◾ জুম্মা পড়ান: শেখ মাওলানা ইউসুফ দারওয়ান (ডিউসবাড়ি মারকাজ)
◾ বাদ জুমা বয়ান : শেখ মাওলানা সুলায়মান কাঠানী (দক্ষিণ আফ্রিকা)
বাদ আসর বয়ান: মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব দাঃবাঃ
◾ বাদ মাগরীব: ইনফিরাদী আমাল ও জরুরত থেকে ফারেগ হওয়া
◾ বাদ এশা: তারগীবি কথা- মওলানা ইউসুফ দারওয়ান সাহেব
শনিবার, ২৭ জুলাই ২০১৯
◾ বাদ ফজর বায়ান – মাওলানা আকবর শরীফ সাহেব
◾ সকাল ১০ টা, ৫ টি আলাদা আলাদা মজমা
🎙৩ চিল্লার সাথীদের সাথে মোজাকারা– ভাই ফারুক সাহেব
🎙ওলামায়ে কেরামদের সাথে মোজাকারা -মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব
🎙আরব খিমা -মাওলানা খুরশিদ সাহেব
🎙ইংরেজ খিমা -ডা: সানাউল্লাহ সাহেব
🎙বাংলা খিমা -ভাই মেহফুজ সাহেব
◾ দুপুরের খাবার বেলা ১২ টায়
◾ বাদ যোহর – মাওলানা আবদুল রহমান সাহেব
◾ বাদ আসর -মাওলানা ইব্রাহিম সাহেব
◾ বাদ মাগরিব -ইনফিরাদী আমাল ও জরুরত থেকে ফারেগ হওয়া
◾ বাদ এশা তরগিবী কথা -মাওলানা উসমান কাজী
রবিবার: ২৮ জুলাই ২০১৯
◾ বাদ ফজর- 🎙আরবীতে ইউরোপীয়ান ভাইদের জন্য মওলানা ইব্রাহিম সাহেব
🎙মিম্বার থেকে ইংরেজিতে– ভাই ফারুক সাহেব
◾ সকাল ১০ টা হিদায়াত এর কথা-
মাওলানা খুরশীদ সাহেব
◾ দুপুরে খাবার বেলা ১২টায়
◾ বাদ জোহর সংক্ষিপ্ত আলোচনা ও দুয়া- মওলানা ইব্রাহিম দেওলা সাহেব
◾ নজম ওয়ালী জামাতের সাথে মোজাকারা আসর থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত -ডাঃ সলিম সাহেব ও মাওলানা ইব্রাহিম সাহেব
খুরুজের পরিসংখ্যান
বিশ্বব্যাপী দাওয়াত এর মেহনত সহীহ নকশায় পৌছে দিতে লক্ষ লক্ষ মানুষ দিয়ে ফ্রন্টিয়ার পার্কটি ৩ দিনের তাঁবু নগরীতে পরিণত হয়েছিলো।
যুক্তরাজ্যের তাবলিগি ইজতিমার জন্য (ইসলামী জামাত) কয়েক মাস চিন্তা ফিকির করে দারউইনের সাথে হিনডবার্ন ও ব্ল্যাকবার্ন উভয়ের স্থানীয় কাউন্সিল নেতাদের এই এই ইজতেমায় আমন্ত্রণ জানানো হয়েছিল।
আলহামদুলিল্লাহ যুক্তরাজ্যের আরো একজন বিশিষ্ট ব্যক্তিত্ব শেখ মাওলানা ইউসুফ মোতালা সাহেব (দাঃবাঃ)। ইউরোপের ইতিহাসের আরো একটি বড় ইজতেমায় অংশ নিয়েছেন। শেখ মাওলানা ইউসুফ মোতালা (দাঃবাঃ) কুতুব উল আকতাব শেখ উল হাদীস মাওলানা যাকারিয়া সাহেব রহ: – ফাজায়েলে আমাল এর লেখক) এর খলিফা। শাইখ ব্ল্যাকবার্নের এই ইজতেমায় সমাবেশে খ্যাতিমান আলেম শেখ মুফতি রাফি উসমানী সাহেবের সাথেই ছিলেন।
শেখ মাওলানা ইউসুফ মোতলা সাহেব দাওয়াতে তাবলীগের পুরাতন মুরুব্বি, উলামা ও শূরা হযরতদের সাথে দেখা করেন।
ইজতিমায় তাঁর সফর অনেক বিভ্রান্তিমূলক ধারণা স্পষ্ট করে যা প্রচার করছিল কিছু এতায়াতী ভাইয়েরা যে, শেখ মাওলানা ইউসুফ মোতলা যে কোনও পক্ষের পক্ষকে সমর্থন করছেন না।
পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন। ইজতেমায় রবিবার ২৮ জুলাই পর্যন্ত ফ্রন্টিয়ার পার্কে জংশন ৬৫, এম ৬৫ এর অধীনে অনুষ্ঠিত হয়েছে। (সাইটটি ব্যক্তিগত মালিকানাধীন এবং হিন্ডবার্ন কাউন্সিলের অধীনে চলেছে)
ইজতেমায় যুক্তরাষ্ট্রের জিম্মাদার সাথীরা ট্র্যাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে খাদ্য পরিষেবা পর্যন্ত সবকিছুতে সহায়তা করে আল্লাহ ফজলে সুন্দর ভাবে কাজ শেষ করেছে।
গাড়ি পার্কিং জিম্মাদারীতে থাকা সাথীরা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছেন। সেখানে কেবলমাত্র নির্দিষ্ট জোনে যানবাহন পার্ক করার ফায়সালা হয়।
ব্ল্যাকবার্ন রোডে (প্রবেশ পথের প্রতিটি পাশের ৫০০ মিটার) কোনও পার্কিং না করার ফায়সালা হয় এবং আশেপাশের বাসিন্দাদের কোন প্রকার সমস্যা যাতে না হয় এজন্য ব্ল্যাকবার্ন রোডের পাশের রাস্তাগুলিতে কোনও পার্কিং চিহ্ন হয়নি।
May Allah accept it and solve all the inner problems..
With unveiled the truth and rise it up…