মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৯:২১ পূর্বাহ্ন
আলহামদুলিললাহ।আলমি শুরার মাতাহাতে বুরকিনা ফাসো এজতেমার কারগুজারি।পশ্চিম আফরিকায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বুরকিনা ফাসো।
বুরকিনা ফাসো এজতেমার বিস্তারিত কারগুজারি
আলমি শুরার মুরুব্বি রায়বেনড মারকাজের ফায়সাল মাওলানা আহমদ বাটলার (দাঃবাঃ) এই এজতেমায় আমিরে ফায়সাল ছিলেন।সাথে ছিলেন রায়বেনড মারকাজের মুরুব্বি ডাক্তার নাদিম সাব আর ভাই নুর মোহাম্মদ।আলহামদুলিললাহ এজতেমায় আইভরি কোস্ট, পাকিস্তান,নাইজার,সৌদি আরব,চাদের জামাত উপস্থিত ছিলো।এজতেমার আগে ৬০ টি জামাত আর এজতেমা থেকে ৪৩ টি মোট ১০৩ টি জামাত আললাহর রাস্তায় বের হয়।এরমধ্যে চার মাসের জন্য ৮টি জামাত যার মধ্যে ৭টি বিদেশে আর ১টি দেশে।৪০ দিনের জন্য ২৮ টি জামাত যার মধ্যে বিদেশে ৬টি আর দেশে ২২টি।দিনের জন্য ৪ টি জামাত আর মাস্তুরাত সহ ৩টি জামাত খুরুজ হয়েছে।উল্লেখ্য বুরকিনা ফাসোয় তিন হজরতজির নেহাজে তাবলিগের কাজ পরিচালিত হচ্ছে।
Leave a Reply