বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:২২ পূর্বাহ্ন
মাশাআল্লাহ্! যুক্তরাজ্যের সর্ববৃহৎ ইজতেমার আর মাত্র কয়েক দিন বাকি। ব্ল্যাকবার্ন ফ্রন্টিয়ার পার্কে ইনশাআল্লাহ্ এবার যুক্তরাজ্যের সর্ববৃহৎ ইজতেমা অনুষ্ঠিত হবে।
এই রূহানী মজমার ফযল থেকে যাদের সুযোগ আছে তারা যেন মাহরুম না হই। আল্লাহ্ তা’আলার রহম যে আমরা পুনরায় ইজতেমার মওকা পেয়ে গিয়েছি। অন্য সব বারের চেয়ে বড় এবারের আয়োজনে আমাদের মুরুব্বী ওলামায়েকেরাম এবং রায়বেন্ড, নেরুল এবং কাকরাইলের মুরুব্বীদেরকেও পাচ্ছি।
আলহামদুলিল্লাহ,ইংল্যান্ড ইজতেমা-২০১৯ এ যেসকল আক্বাবীর হযরতগণ উপস্থিত হয়েছেন-
👉মাওলানা ইব্রাহীম দেওলা (নেরুল)
👉হাজী ফারুক সাহেব(ব্যাঙ্গালুরু)
👉প্রফেসর সানাউল্লাহ(আলীগড়)
👉মাওলানা সাঈদ প্যাটেল (পুত্র, হাফেজ প্যাটেল রহঃ)
👉মাওলানা খুরশিদ সাহেব (রাইব্যান্ড)
👉মাওলানা সোলাইমান কাথানী(সাউদ আফ্রিকা)
👉মাওলানা আব্দুল মতিন সাহেব(কাকরাইল)
👉শায়েখ ইউনূস(ফ্রান্স)
ভিসা প্রসেসিং ঠিক হলে মাওলানা আহমদ লাট সাহেব ও মাওলানা এহসান উল হক সাহেব উপস্থিত হবেন,ইন শা আল্লাহ।
List of renowned Senior Ulama, Scholars & Prominent Shura Elders of Daa’wah Tabligh reached from all over the world who dedicated their life for the efforts of Deen.
◾Sheikh Maulana Ibrahim Dewla DB Nerul Markaz
◾Sheikh Maulana Khursheed Raiwind Markaz
◾Sheikh Sulaiman kathani South Africa
◾Sheikh Yunus of france
◾Sheikh Maulana Saeed Patel sahab DB
◾Bhai Farooq Sahab of Bangalore
◾Professor Sanaullah khan sahab Aligarh
◾Sheikh Maulana Abdul mateen Kakrail Markaz
Sheikh Maulana Ehsaan Ul Haq sahab & Sheikh Maulana Ahmad laat sahab will be arriving as their visa is in process.
এমনকি এখনই সারা দুনিয়ার সেরে তাজ মান্যবর ওলামায়েকেরামের পদচারণায় মুখর হয়ে উঠছে ইজতেমার খিমাগুলো। বিশ্ব বিখ্যাত দায়ী দক্ষিণ আফ্রিকার শাইখ মাওলানা আহমাদ সুলাইমান কাহতানী সাহেব দাঃবাঃ ইতিমধ্যে ইজতেমার জন্য তাঁর জামা’আত সহ চলে এসেছেন।
ব্ল্যাকবার্ন মারকাজে শাইখের বয়ানের নিম্নলিখিত সূচি ফায়সালা হয়েছে।
সোমবার – ওমর মসজিদ, লিচেস্টার
মঙ্গলবার – নূর মসজিদ, গ্লাসেস্টার
বুধবার – মসজিদে যাকারিয়্যা, ডিউসবারি
দাওয়াত ও তাবলীগের আকাবির উলামা এবং শুরা হযরতদের তত্ত্বাবধানে।
মাওলানা ইউসুফ সাহেব দাঃবাঃএর এবং শাইখ আব্দুল ওয়াহহাব সাহেব রহঃএর সাথীদের ভিতর শাইখুল হাদীস মাওলানা ইহসানুল হক সাহেব দাঃবাঃ এবং ভাই ইয়ামিন সাহেব দাঃবাঃ রায়বেন্ড থেকে তাঁদের জামা’আত নিয়ে এবং আলমী শুরার শাইখ মাওলানা ইব্রাহীম দেওলা সাহেব দাঃবাঃ এবং ড. সানাউল্লাহ খান সাহেব দাঃবাঃ নেরুল থেকে তাঁদের জামা’আত নিয়ে আজকেই চলে যুক্তরাজ্য আসবেন ইনশাআল্লাহ্। কাকরাইলের মুরুব্বীদের ভিসা প্রক্রিয়া চলছে।
ড. রিদওয়ান সাহেবের জামা’আত দাম্মাম থেকে এবং ড. আব্দুল মান্নান সাহেবের জামা’আত ইতিমধ্যে যুক্তরাজ্য এসে পৌঁছেছে।
যারাই মেহনত মুজাহাদা করছেন, আল্লাহ্ তা’আলা তাদের মেহনতকে কবুল ফরমান। একে যরিয়া করে সারা দুনিয়াতে শান্তি এবং হিদায়াতের ফায়সালা করুন।
ইনশাআল্লাহ্ ওলামায়েকেরাম এবং রায়বেন্ড, নেরুল এবং কাকরাইলের দাওয়াত ও তাবলীগের মুরুব্বীদের মাতাহাতে সর্ববৃহৎ ইজতেমার প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে। ব্ল্যাকবার্ন ফ্রন্টিয়ার পার্কে যেখানে ইন্তেজাম চলছে, সেখানে বড় সামিয়ানা করা হয়েছে। আল্লাহ্ চাহেন তো কয়েক হাজার মানুষের স্থান সঙ্কুলান হয়ে যাবে।
স্থানঃ Frontier Park, Junction 6 (M65), ব্লাচকবুরন
আলহামদুলিল্লাহ্ আমরা খুবই সৌভাগ্যবান যে, হিন্দুস্তান, পাকিস্তান ও বাংলাদেশের মুরুব্বীরা আমাদের ইজতেমায় শরিক হচ্ছেন। দাওয়াতের কাজ সম্পর্কে জানা বুঝার জন্য এটি অপূর্ব সুযোগ হতে পারে সকলের জন্য। কুর’আন সুন্নাহ মোতাবেক দাওয়াত ও তাবলীগের কাজ যেই সকল সুন্নাহর পাবন্দ মুরুব্বীরা চালু করেছিলেন, যারা তাদের যিন্দেগী ওয়াকফ করেছিলেন এই খেদমতের জন্য, যারা এই মুবারক কাজকে মাওলানা ইউসুফ সাহেব রহঃ এবং মাওলানা যাকারিয়্যা সাহেব রহঃএর কাছ থেকে শিখেছিলেন, তাদের থেকে এই মুবারক কাজের সহীহ নাহজ শিক্ষার সুযোগ হবে আমাদের ইনশাআল্লাহ্।
যুক্তরাজ্যের সমস্ত মুসলিম ভাইদেরকে অনুরোধ জানানো হচ্ছে যে, যাদের সুযোগ হয়, তারা শরিক হউন এবং আরো অন্যান্যদেরকে দাওয়াত দিন শরিক হওয়ার জন্য। যারা শরিক হবেন তারা যেখানে সুবিধা হয়, সেখানে কোচ এবং মিনিবাস ব্যবহার করার পরামর্শ দাওয়া গেল। সকল শহর এবং মসজিদে আপনাদের আগমনের জন্য ব্যবস্থা করা হয়েছে। আরো তথ্য জনার জন্য আপনার নিকটস্থ মারকাজে যোগাযোগ করুন।
লন্ডন মারকাজ – মসজিদে ইলয়াস (অ্যাবে মিল)
লিচেস্টার মারকাজ – মসজিদে উসমান
গ্লাসগো মারকাজ – নূর মসজিদ
আল্লাহ্ তা’আলা এই ইজতেমাকে কবুল ফরমান।
Zajakallah
Very good
ماشاءالله بارك الله