সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৫:৩৭ অপরাহ্ন
শুরাই নেজামের (উলামায়ে কেরামের) তাবলিগি কার্যক্রম সরকারি বিধিনিষেধ মেনে কাকরাইল মারকাজ মসজিদের পরিবর্তে এখন যাত্রাবাড়ী মদিনা মসজিদে চলবে। এ কার্যক্রমের চলবে ৩ জুলাই ২০২০ শুক্রবার থেকে আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত।
দুই সপ্তাহ পর কাকরাইল মারকাজ মসজিদের আমল ইনশাআল্লাহ ১৭ জুলাই ২০২০ থেকে পুনরায় শুরাই নেজামের অধিনে শুরু হবে।
জ্ঞাতব্য, যাত্রাবাড়ীর (ঢাকা) শবগুজারির মসজিদের অবস্থান — বাংলাদেশের যেকোনো জায়গা থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা নেমে উত্তর-পশ্চিম দিকে ১/২ মিনিট হাটলেই কলাপট্টি রোডে (উত্তর যাত্রাবাড়ী) মদিনা জামে মসজিদ/ যাত্রাবাড়ী শবগুজারি মসজিদ অবস্থিত।
Leave a Reply