রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:১৯ পূর্বাহ্ন
আলহামদুলিল্লাহ, গতকাল রাতে ঢালকাগনরের পরিচালক, হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব (দাঃবাঃ) এর সোহবতে কিছু সময় থাকার সৌভাগ্য হয়েছিলো।
পীর সাহেব হযরতের সাথে উনার কেরানীগঞ্জ মাদ্রাসা, “জামিয়া হাকীমুল উম্মত গুলশানে আখতার কমপ্লেক্স” এ গতকাল রাতে প্রায় ২ টা থেকে ফজর পর্যন্ত থাকার মওকা হয়। উনি আগে থেকেই আমাদের সাথী ভাই চ্যানেলের কিছু কাজের কথা জানতেন।
হুজুর বল্লেন যে, আমি সময় সুযোগ পেলে সাথী ভাই চ্যানেলের বিভিন্ন খবরাখবর পড়ি। এবং হুজুর আমাদের জন্য খুব দুআ করলেন।
হুজুরের কথা শুনে কাজ করার আগ্রহ আরো বেড়ে গেলো।
এদেশের হক্কানী সিলসিলার যে সকল পীর-মাশায়েখ উম্মতের এসলাহে বাতেনির লক্ষ্যে নিরসল সাধনা করছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন মাওলানা আবদুল মতীন বিন হুসাইন ছাহেব দামাত বারাকাতুহুম। তাসাউফ ও তরীকতের পুণ্যময় জগতের রাহবার আরেফবিল্লাহ্ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আখতার ছাহেব রহ্.
এর বিশিষ্ট খলিফা। খানকাহে চিশতিয়া এমদাদিয়া আশরাফিয়া ঢালকাগনরের পরিচালক। স্বীয় মুর্শিদ নিজ শায়েখের নামে প্রতিষ্ঠিত নির্মানাধীন ’জামিয়া হাকীমুল উম্মত ও গুলশানে আখতার কমপ্লেক্স’-এর স্বপ্নদষ্টা ও প্রতিষ্ঠাতা। তাজকিয়া ও তাসাউফের মেহনতের পাশাপাশি তিনি এলমে হাদীসের খেদমতের সাথেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বোখারী শরীফের দরস দিচ্ছেন জামিয়া রাব্বানিয়ায়।ঢালকানগর বাইতুন নূরসহ আরও কয়েকটি মাদরাসার সাথে যুক্ত আছেন। তিনি হযরত শাইখুল হাদীস হযরত মাওলানা আজীজুল হক ছাহেব রহ্. এর ভক্ত, অনুরক্ত ও খাস শাগরেদ।
আল্লাহ তায়া’লা হুজুরের হায়াতের ভিতর বরকত দান করুন।
Leave a Reply