বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৪২ পূর্বাহ্ন
১ নাম্বারঃ ওই সকল সাথী যারা তাবলীগে আসার আগেই তাদের অন্তরে ওলামাদের প্রতি শ্রদ্ধা ও মুহাব্বাত ছিলো,তাবলীগে আসার পর তা আরো বেড়েছে,আর এখনকার এই পরিস্থিতি তে তারাই ওলামাদের সাথে আছে।
২নাম্বারঃ ওই সকল সাথী যাদের অন্তরে তাবলীগে আসার আগে ওলামাদের প্রতি শ্রদ্ধা সন্মান ছিলো না,কিন্ত তাবলীগে আসার পরে ওন্তরে আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জন্ম নিয়েছে,তারাও আজ ওলামাদের সাথে আছে।
৩ নাম্বারঃ ওই সকল সাথী যাদের অন্তরে তাবলীগে আসার আগেও শ্রদ্ধা ছিলোনা তাবলীগে আসার পরে লেবাস পোশাক চেঞ্জ হইসে পুরানা জিম্মাদার কাজ নিয়ে চলে কিন্তু ওলামাদের প্রতি অন্তরে শ্রদ্ধা আসে নাই আজ তারাই ওলামাদের বিরোধিতায় নেমেছে, ওলামাবিদ্যেষি হিসেবে মাঠে নেমেছে….
মাওঃ রবিউল হক সাহেব দাঃবাঃ,আহলে শুরা কাকরাইল মসজিদ ঢাকা।
স্থানঃ পঞ্চগড় জেলা ওয়াজাহাতি জোড়।
Zajakallah