শনিবার, ২১ মে ২০২২, ০৭:১১ অপরাহ্ন
মুফতী নজরুল ইসলাম কাসেমী সাহেব (দাঃবাঃ), তাবলীগের শুরু যমানা থেকেই এই কাজের নেগরান ছিলেন, হযরত ওলামায়ে কেরাম । (কাজ যেন তার সহীহ নেহাজ থেকে সরে না যায়)
উনাদের ভিতর ছিলেন ৩ জন
১। মুফতী কেফায়তুল্লাহ সাহেব (রহঃ)
২৷ হোসাইন আহমেদ মাদানী (রহঃ)
৩। সোলাইমান নদভী সাহেব (রহঃ)
মাওলানা ইলিয়াস সাহেব (রহঃ) তরবীয়তের (সোহবতী) নেগরান ছিলেন ৩ জন
১। খলীল আহমেদ সাহারানপুরী (রহঃ)
২। আব্দুর রহিম রায়পুরী (রহঃ)
৩। মাওলানা জাকারিয়া সাহেব (রহঃ)
উনার কথাগুলোকে সুরক্ষিত করেছেন ২ জন
১। মাওলানা মঞ্জুর নোমানী সাহেব (রহঃ)
২। আবুল হাসান আলী আদ নদভী সাহেব (রহঃ)
আর এখন কিছু লোকের মুখে শুনা যায়, আলেমরা তাবলীগের কি বুঝে? আলেমরা আমাদের তাবলীগ নিয়ে কথা বলতে আসবে কেন? আল্লাহ তায়া’লা আমাদের সহীহ জিনিস বুঝা ও আমলের তৌফিক দান করুন। ওলামায়ে কেরামের সোহবতে থেকে তাবলীগের কাজ করার তৌফিক দান করুন।
কথা গুলো সংকলন করা হয়েছে, মুফতী নজরুল ইসলাম কাসেমী সাহেব (দাঃবাঃ) এর থেকে।
Leave a Reply