বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন
সাথীভাই নিউজ ডেস্ক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বড়দের ফিকিরের ভিতর আরো বরকত দান করুন। বড়রা ফিকির করছেন যে, কিভাবে কাজকে আরো আগে বাড়ানো যায়। সে জন্য শবগুজারী পয়েন্ট অনুযায়ী এবছর ঢাকার সাথীদের জোড় হবে।
জোড়ের তারিখ সমূহ
০৮/১০/২০১৯ কাকরাইল ও যাত্রাবাড়ী শবগুজারী মসজিদ
১১/১০/২০১৯ মোহাম্মদপুর ও কেরানীগঞ্জ শবগুজারী মসজিদ
১২/১০/২০১৯ মিরপুর ও টংগী শবগুজারী মসজিদ
(বকি গুলো পরে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ)
জোড়ের সময় সকাল ৯ টা থেকে এশা পর্যন্ত
জোড়ে যারা জুরবেন সময় লাগানো ওলামায়ে কেরাম (কম-বেশি সময় লাগিয়েছেন, সাল, ৩চিল্লা, চিল্লা), ৩চিল্লা ও চিল্লা ওয়ালা জিম্মাদার সাথীরা।
( বিঃদ্রঃ বন্ধের দিন গুলোতে জোড় গুলো করা হয়েছে যাতে বেশী থেকে বেশী সাথী জুরতে পারেন।
🎙 তথ্য সুত্র – সাথী ভাই চ্যানেল
Leave a Reply