রবিবার, ১৯ Jun ২০২২, ০৭:৫৪ পূর্বাহ্ন
দারুল উলূম দেওবন্দ থেকে একটি গুরুত্বপূর্ণ ফতোয়া
ফাজায়েলে আমালের তা‘লীম হবে, নাকি মুনতাখাবের?
بسم الله الرحمن الرحيم
Fatwa:958-785/sn=11/1440
দারুল উলূম দেওবন্দ থেকে একটি গুরুত্বপূর্ণ ফতোয়া
ফাজায়েলে আমালের তা‘লীম হবে, নাকি মুনতাখাবের?
Published on: Jul 22, 2019
প্রশ্ন : ১৭১৪৯৮
আমাদের এখানে মসজিদে ফাজায়েলে আমালের তা‘লীমে লোকদেরকে বোঝাতে সমস্যা হয়। মুনতাখাব আহাদিস বোঝাতে সহজ হয়। তাহলে কি মুনতাখাবের তালীম করতে পারব?
উত্তর : ১৭১৪৯৮
বিসমিল্লাহির রহমানির রহিম
ফাজায়েলে আমালের মাঝে তো লেখক নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। অতিরিক্ত ব্যাখ্যার কী প্রয়োজন? উপরন্তু এ কিতাব যদি লোকদেরকে বোঝানো কঠিন হয় তাহলে তো মুনতাখাব হাদিস বোঝানো আরো বেশি কঠিন। কেননা সেখানে তো ব্যাখ্যাই নেই। নিরেট তরজমা করে ছেড়ে দেওয়া হয়েছে। মোটকথা, প্রশ্নে বিবৃত পরিবেশের প্রেক্ষিতে কিতাব পরিবর্তন করা ভালো সমাধান নয়। বরং তা‘লীমের দায়িত্ব কোনো এমন আলেমকে (মসজিদের ইমাম হতে পারেন, বা অন্য কেউ হতে পারেন) দেওয়া হোক, যিনি ভালোভাবে কিতাব পড়তে পারেন। পাশাপাশি প্রয়োজন পড়লে যথোচিত ব্যাখ্যাও করতে পারেন।
মহান আল্লাহই সব কিছু ভালো জানেন।
-দারুল ইফতা,
দারুল উলূম দেওবন্দ
Website Link :
Leave a Reply