সোমবার, ০১ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন
বারবার মারকাজের কোনো না কোনো আসবাবের ক্ষতি করেই চলেছে সাদপন্থীরা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুরাই নেজামের সাথীরা কাকরাইল মারকাজে চার সপ্তাহ এবং মাওলানা সাদ সাহেবের অনুসারীরা দুই সপ্তাহ কাকরাইলে থাকবে।
বলাবাহুল্য, এই দুই সপ্তাহ যে সময়ে মাওলানা সাদের অনুসারীরা কাকরাইলে থাকেন, এসময় কাকরাইল থেকে আগে বহুৎ সামানা হারিয়ে গেছে এবং বহুৎ সামানা নষ্ট হয়ে গেছে।
এবারও তার ব্যতিক্রম ঘটেনি আজ ১৮/০৮/২০২০ আনুমানিক সকাল ৯.৪০ মিনিটে কাকরাইল মারকাজ মসজিদের রুটি বানানোর মেশিনে আগুন লাগে। জানা যায়, অনভিজ্ঞ লোক দ্বারা এ রুটির মেশিন পরিচালনা করা হচ্ছিল। সকালে তারা রুটি বানানো শেষ করে চুলা বন্ধ না করে চলে যায়। পরে সে স্থান থেকেই আগুনের উৎপত্তি ঘটে। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
আল্লাহ এই মারকাজ ও মারকাজের আসবাবকে হেফাজত করুন
Leave a Reply