বৃহস্পতিবার, ২৩ Jun ২০২২, ১০:৪০ পূর্বাহ্ন
প্রশ্নঃ তারা তো বলে শরীয়তে আমীর ব্যতীত শূরার নাকি কোনো অস্তিত্বই নেই ?
উত্তরঃ কিন্তু যদি আমরা দেখাতে পারি ? আচ্ছা, আমিরুল মোমেনীন নির্ধারণ করা ছোট কাজ না বড় কাজ ? কোন প্রতিষ্ঠান বা কোন দ্বীনি জামায়াতের আমির নয় বরং খলীফাতুল মুসলিমীন নির্ধারণ করা – এটা কত বড় কাজ ? হজরত ওমর রাঃ তার পরে খলিফা কে হবেন তা ঠিক করে দিয়ে যান নি বরং ছয়জনের একটি শূরা বানিয়ে দিয়েছেন। বলুন তো, এই শূরার আমির কে ছিলেন ? কেউ ছিলনা । খলীফাতুল মুসলিমীন ঠিক করার মত এত গুরুত্বপূর্ণ কাজের জন্য হযরত ওমর রাঃ যে শূরা ঠিক করে দিয়েছেন, সে শূরার কোন আমির ছিল না । ইতিহাস দেখুন ! সে শূরার কোনো আমিরই ছিল না । ওই শূরা কিভাবে ফায়সালা করবে তাও তিনি বলে গেছেন । সবাই যদি একমত হয়ে যান তাহলে তো হল, নতুবা কিভাবে কি করবে সে পন্থাও তিনি বলে গেছেন । কিন্তু শূরার আমির ঠিক করে দেন নি । তাহলে যে বলা হয় “আমির বিহীন শূরার কোন অস্তিত্ব নেই” – কে বলল ? এত বড় গুরুত্বপূর্ণ কাজের জন্য যে শূরা ঠিক করা হয়েছিল, সেই শূরারই তো কোন আমির ছিল না ।
.
[উত্তর প্রদানে – মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিযাহুল্লাহ]
Leave a Reply