রবিবার, ০৭ মার্চ ২০২১, ০২:২৮ পূর্বাহ্ন
★ এখন ‘জ্বীন-ভূতের গল্প’ শুনিয়ে মজমা জমিয়ে রাখছে কথিত ‘এতাআতি’ সাথীরা ★
‘সাদপন্থী’ সাথীদের একটি হোয়াটস এপ গ্রুপে এখন ‘জ্বীন-ভূতের গল্প’ শুনিয়ে মজমা জমিয়ে রাখা হচ্ছে। গত ২৩শে জুলাই ২০১৯ তারিখে তাদের সেই গ্রুপে ‘S M A Jewel’ (+8801711356922) নামের একজন সদস্য একটি মেসেজ পোস্ট করেন।
যেখানে তিনি দাবী করেন যে, আমাদের দেশের উলামায়ে কেরাম নাকি কথিত ‘এতাআতি’ সাথীদের ‘মাস্তুরাত পয়েন্ট’-এ জ্বীন-ভূত ব্যবহার করে ক্ষতিসাধন করার চেষ্টা করছেন। সেই সাথে তিনি একটি কারগুজারি পেশ করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে, তাদের একজন সাথীর মাস্তুরাত নাকি সেই ‘জ্বীন-ভূত’-এর কারণে ৪ (চার) তলা বিল্ডিং হতে লাফিয়ে নিচে পড়েন, এবং পরবর্তীতে প্রায় ৬ ঘন্টা পর নাকি বাসার পাশের নর্দমা থেকে উদ্ধার করা হয়।
কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, ৪ তলা বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে প্রায় ৬ ঘন্টা নর্দমায় পড়ে থাকার পরও তিনি অলৌকিকভাবে জীবিত ছিলেন বলে জানানো হয়। আর গ্রুপে পোস্টকৃত এমন ‘গল্প’ গ্রুপের অন্যান্য সদস্যরাও বেশ আগ্রহের সাথেই গ্রহণ করছিল।
পোস্টকারী ব্যক্তি ঘটনাটি তাহকীক করার মত কোন উপকরণ (ব্যক্তির নাম, তারিখ, ঘটনাস্থলের নাম) উল্লেখ করেননি। তবে, ঘটনাটি কতটুকু সত্য, সেটা আমরা উনাকে কল (+8801711356922) করে জিজ্ঞাসা করতে পারি।
তথ্য সুত্র – Save Tabligh
Leave a Reply