রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৩১ অপরাহ্ন
চিকিৎসা শেষে মুফতী জসীমুদ্দীন (দা.বা.) দারুল উলুম দেওবন্দে গেলেন…
ভারতে প্রাথমিক চিকিৎসা শেষে দেওবন্দ এসে বড়দের সঙ্গে বিশেষ সাক্ষাতে মিলিত হন দারুল উলুম হাটহাজারীর সিনিয়র মুফতী ও মুহাদ্দিস আল্লামা মুফতী জসীমুদ্দীন দা.বা.।
সাক্ষাতে বিভিন্ন ইস্যূ নিয়ে তিনি আলোচনা করেন।
দেওবন্দের আকাবিরগণ বাংলাদেশে উলামায়ে কেরামের অবস্থান, সাদপন্থীদের অপতৎপরতা, ও চরমোনাই পীর সাহেবের দৃষ্টিভঙ্গির ব্যাপারে জানতে চেয়েছেন। মুফতি জসিম সাহেব সব বিষয়ে সঠিক সন্তোষজনক তথ্য পেশ করেছেন। এবং বাংলাদেশে এতাতীদের কিছু বিভ্রান্তিমূলক কার্যক্রমের বিবরণও তুলে ধরেন।
এরপর তিনি সবাইকে তার রচিত উর্দূ ভাষার কিতাব হাদিয়া দেন। শায়খুল হাদীস পালনপুরী সাহেব তার কিতাব দেখে উর্দূ রচনার প্রশংসা করেন। এবং দারুল উলুম দেওবন্দের সাথে দারুল উলুম হাটহাজারীর যোগাযোগ আরো মজবুত করার পরামর্শ দেন।
পালনপুরী সাহেবের নিকট তিনি জিজ্ঞেস করেন যে, সাদ সাহেব কি রুজু করেছেন? পালনপুরী সাহেব উত্তরে বলেছেন রুজু করার খবরটি তাজা মিথ্যা কথা।
নায়েবে মুহতামিম আল্লামা আব্দুল খালেক মাদ্রাজী সাহেবের সাক্ষাতকালে বলেছেন, “এতাতীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ থেকে সম্পূর্ণ সরে দাড়িয়েছে এদের সাথে দেওবন্দের কোন সম্পর্ক নেই। এরা নতুন ফিরকা। বাংলাদেশী উলামায়ে কেরামকে এ ব্যাপারে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন।
মুফতি জসিম উদ্দিন সাহেব চিকিৎসা শেষে আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন ইনশাআল্লাহ!
আবদুল্লাহ মোহাম্মদ ইউসুফ, দেওবন্দ, উত্তরপ্রদেশ ইন্ডিয়া থেকে।
Leave a Reply