বৃহস্পতিবার, ২৩ Jun ২০২২, ১০:৩৭ পূর্বাহ্ন
ভিন্ন পথের পথিক হওয়ায় এতাতিরা আজ সব জায়গায় ধিকৃত। ওলামায়ে হক ও বৃহত্তর মুসলিম সমাজ আজ তাদের বর্জন করে চলেছে। কিন্তু তাদের চাতুর্যে যে শেষ হতেই চায় না। যে কোনো উপায়েই হোক না কেনো তারা সাদ সাহেবের অবৈধ ইমারতকে প্রতিষ্ঠা করতে চায়। ছলে বলে কৌশলে তাই তারা তাদের এতাতি কার্যক্রম এই বাংলার জমিনে প্রসার করার জন্য মরিয়া হয়ে উঠেছে।
সম্প্রতি তারা মুফতি সাহেবদেরকে ফোনে চতুরতার আশ্রয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করে তা তাদের পক্ষে ব্যবহার করার কসরত করছে। আবদুল্লাহ শাকিল নামের এক এতাতি মুফতি সাহেবের কাছে ফোনে জানতে চাচ্ছেন মুসল্লিদেরকে মসজিদ থেকে বের করা ঠিক কি না? এর সরল উত্তর: না।
কথা হল এতাতি জামাতকে মসজিদ থেকে বের করে দেওয়া আর মুসল্লিদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া কি এক কথা হল? মুসল্লি মানে নামাজি। এতাতিরা যখন নামাজি হিসেবে মসজিদে আসে কে তখন তাদের বের করে দেয়? এর কোনো নজির তারা দেখাতে পারবে? তাহলে এ চাতুর্য কেন?
তাদের আর একটি অভিযোগ শুরায়ি নিজামের সাথীরা এতাতি জামাতকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। আসলে এটা কি সম্ভব? এটাতো মসজিদ কমিটির ব্যাপার। মসজিদ কমিটি বৃহত্তর আলেম সমাজের মতানুসারে এতাতি জামাতকে মসজিদে থাকতে দিচ্ছে না। এই দোষ আলমী শুরার অনুসারীদের কাঁধে চাপিয়ে লাভ নেই।
হে এতাতি ভাইয়েরা আপনারা ব্যক্তি বিশেষ বা কোনো নির্দিষ্ট স্থানের গলদ এতায়াত বাদ দিয়ে বৃহত্তর ওলামাদের পক্ষে আসুন এ দোআই করি।
Leave a Reply