মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৯:০৪ অপরাহ্ন
সাথীভাই নিউজ ডেস্কঃ উত্তরার ৬ নম্বর সেক্টরের তাবলীগের শুরায়ী নেজামের জামাতে গুরুত্বপূর্ণ নসিহত করেন আওলাদে রাসূল সা., জমিয়তে উলামা হিন্দের সভাপতি, দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী (দাঃবাঃ)।
টংগী এলাকার জিম্মাদার সাথী ভাই মোস্তফা সাহেব জানান, টঙ্গী এলাকার শীর্ষ ওলামায়ে কেরাম ও খাওয়াছ সাথীদের সমন্বয়ে একটি চিল্লার জামাত চলছে। আজ বেলা ১২.৩৮ মিনিটে আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী (দাঃবাঃ) এ জামাতের নুসরাতে আসেন এবং জামাতের সাথীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন।
মাওলানা মাসুদুল কারীম সাহেব জানান, আসলে বড়রা তো বড়ই হোন। আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী (দাঃবাঃ) এতটাই বিনয়ী যে, হযরত মোজাকারার শুরুতে বললেন –
میں آپ کو کیا نصیحت کرں؟
আমি আপনাদেরকে কি নসীহত করব?
یہ اکابر کا کام ہے۔
এটাতো আকাবিরদের কাজ।
میں بھی آپ کی طرح ہوں۔
আমি ও আপনাদের মত ৷
Leave a Reply