বুধবার, ০৩ মার্চ ২০২১, ০২:৩১ অপরাহ্ন
“মুফতি” হওয়ার মানদণ্ডটা কি উনার কাছে?
শাইখ আশরাফ আলী থানভী রহঃকে তো আমরা “মাওলানা” বলি। সে হিসেবে তো উনি “ইমদাদুল ফতওয়া” লিখে বিরাট অনধিকার চর্চা করে ফেলেছেন তাহলে।
“মাওলানা” যাফর আহমাদ থানভী রহঃও তাহলে সেই হিসেবে উনার তুলনায় যোগ্যতার দিক থেকে নস্যি দরজার। কারণ উনিও “দুর্ভাগ্যক্রমে” ইজহার সাহেবের মত “মুফতি” হওয়ার সুযোগ পান নাই।
মুফতি হওয়ার সংজ্ঞা কি উনার কাছে?
মুফতি মনসুরুল হক সাহেব স্বঘোষিত মুফতি!
শাইখ আব্দুল মালেক সাহেব উনার বয়সে ছোট হওয়ার কারণে নাম ধরে সম্বোধিত হওয়ার উপযুক্ত!
এলাকায় এলাকায় এতাতিরা নাকি খুউব চাঙ্গা!!! আমার এলাকার কথা বলতে পারি, আমার এলাকায় এরা মাশওয়ারা-গাশত চালু করেছে। আমার এলাকায় দুই দিন উমুমী গাশত হয়। একদিন ওলামায়েকেরামের পক্ষের সাথীদের, আরেকদিন মূলধারার ফাত্তানদের।
তো এদের চাঙ্গা ভাবের অবস্থা হল, এরা যখন মাশওয়ারা শুরু করেছিল, তখন মোটামুটি মাস চারেক চার পাঁচজন মিলে মাশওয়ারা চালিয়েছে। কিন্তু এখন মাসখানেক হল চাঙ্গা ভাবের কারণে ওদের মাশওয়ারা বন্ধ।
আর আব্দুল্লাহ শাকিল হাঃহুঃ তো আছেই। শয়তানের সাথে দোস্তি হয়েছে তো…
Leave a Reply