আক্রান্ত
০
বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০১:৩৮ পূর্বাহ্ন
আলহামদুলিললাহ পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টে আলমি শুরার মাতাহাতে এজতেমা হলো।নেরুল মারকাজ , রায়বেনড মারকাজের আকাবেরীনরা উপস্থিত ছিলেন।ভারত,পাকিস্তান,চাদ,ফ্রান্স,টোগো,গিনি,মালি, নাইজার,বেনিন,বুরকিনা ফাসো ,ঘানা এর জামাত উপস্থিত ছিল।এজতেমায় ৭৭০০ সাথি উপস্থিত ।এজতেমার আগে ১০০ জামাত এবং এজতেমা থেকে ৭৭টি জামাত আললাহর রাস্তায় বের হয়েছে।
আইভরিকাস্ট ইজতেমা ২০১৯ আলহামদুলিল্লাহ ইজতেমা ২১ জুলাইয়ে অনুষ্ঠিত হয়। দাওয়তে তাবলীগের পুরাতন মুরুব্বীগন এই ইজতেমায় শরিক হন। স্থানীয় শুরার মুরুব্বীদের কাছে সরকারী চিঠি (আমন্ত্রণ পত্র) পাঠানো হয়েছিলো।
ইজতেমার আগে ইজতেমার মেহনতের জন্য, ১০০টি চিল্লার জামাত কাজ করেছে। আলীগড়ের শেখ সানাউল্লাহ খান, শেখ মওলানা সোহাইব উল হাসান, শেখ মওলানা জুহাইর উল হাসান (নিজামউদ্দিন) হযরত মাওলানা জুবায়ের হাসান সাহেব (রহ) এর ছেলে ও ছিলেন।
যাজাকাল্লাহ
zajakallaj
zajakallaj.vai